ফরম পূরনের পূর্বে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন।
ধীরস্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। যাতে কোনও প্রকার তথ্য ভূল না হয়।
মিথ্যা বা বিভ্রান্তিমুলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কোনো প্রকার অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদন ফর্ম ( Resume) পূরণের নিয়মাবলীঃ
নির্দিষ্ট ঘরে নামবাংলায় ও ইংরেজিতে(বড় অক্ষরে) লিখুন (এস.এস.সি সনদ অনুযায়ী)।
জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে লিখুন (১০/১৭ ডিজিটের, কারো ১৩ ডিজিট এর হলে জম্ম সাল এর ৪ ডিজিট প্রথমে লিখুন )।
জন্ম নিবন্ধন নম্বরইংরেজিতে লিখুন (১৭ ডিজিটের, কারো ১৩ ডিজিট এর হলে জম্ম সাল এর ৪ ডিজিট প্রথমে লিখুন )।
জন্ম তারিখ ইংরেজিতে লিখুন (DD-MM-YYYY)অথবা নির্বাচন করুন ।
পিতার নাম লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়এস.এস.সি সনদ অনুযায়ী)।
মাতার নাম লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়এস.এস.সি সনদ অনুযায়ী)।
জেন্ডার নির্বাচন করুন ।
মোবাইল নম্বর ইংরেজিতে লিখুন ( ১১ ডিজিট এর মোবাইল নম্বর (ইংরেজীতে) । উদাহরণ:01715xxxxxx)
নিজের ধর্মসঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
নিজের জাতীয়তা সঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
ই-মেইল সঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে, উদাহরণ: abc@gmail.com)
আপনার কোনো পেশা থাকলে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানাসঠিক ভাবে লিখুন ( ইংরেজিতে অথবা বাংলায়) ।
শিক্ষাগত যোগ্যতা ধারাবাহিকভাবে একের পর এক লিখুন।
অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে) তাহলে সঠিক ভাবে উল্লেখ করুন।
অভিজ্ঞতা বিবরণঃ কোনো প্রকার অভিজ্ঞতা থাকলে সঠিক ভাবে উল্লেখ করুন।
শিক্ষাগত যোগ্যতার সনদঃ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের চেয়ারম্যান/ মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এর সত্যায়িত অনুলিপি JPG ফরমেটে সংযুক্ত করতে হবে ।
প্রার্থীর ছবি
প্রার্থীর সদ্য তোলা রঙীন ছবি।
৩০০ X ৩০০ পিক্সেল এর জেপিজি ফরমেট এর সাদা ব্যাকগ্রাউন্ড এ স্ক্যান কপি।
ছবিটি অবশ্যই ৩০০ KB এর ভিতরে হতে হবে।
প্রার্থীর স্বাক্ষর
৩০০ X ৮০ পিক্সেল এর জেপিজি ফরমেট এর সাদা ব্যাকগ্রাউন্ড এ স্ক্যান কপি।
ছবিটি অবশ্যই ৩০০ KB এর ভিতরে হতে হবে।
সবকিছু সঠিক ভাবে পূরণ করার পর সংরক্ষণ করুন ও সাবমিট বাটন দেয়া ক্লিক করুন। তারপর সব ঠিক থাকলে আপনার বায়ো-ডাটা সঠিক ভাবে তৈরী হবে
এরপর Apply Now বাটন এ ক্লিক করলে পেমেন্ট পেজ এ নিয়ে যাবে। বিকাশ এর মাধ্যমে 100 টাকা পেমেন্ট করে ট্রান্সেকশন আইডি প্রদান করলে আপনার আবেদন সম্পন্ন হবে।
কোনো তথ্য ভুল মনে হলে My Resume তে গিয়ে এডিট করে সংশোধন করে নিতে পারবেন । তবে ব্যক্তিগত তথ্য যেমন নাম, পিতার নাম, মাতার নাম, ছবি, স্বাক্ষর পরিবর্তন করতে হলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।
একবার আবেদন নিশ্চিত করা হয়ে গেলে আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না।
আবেদনপত্র প্রিন্ট করে রাখুন।
আবেদন শেষের বিশেষ নির্দেশাবলীঃ
আবেদনপত্র প্রিন্ট করে সংরক্ষন করে রাখুন।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও আবেদনের প্রিন্ট করা হার্ডকপি জমা দিতে হবে।
প্রবেশ পত্র প্রাপ্তির তারিখ ওয়েবসাইটে জানানো হবে।
অনলাইন থেকে প্রবেশ পত্র প্রিন্ট বা ডাউনলোড করে নিতে হবে।